
Forex এর শাব্দিক অর্থ বৈদেশিক
মুদ্রা বিনিময়, Forex Trading হল বিভিন্ন দেশের মুদ্রা বেচাকেনা। বিভিন্ন করনে যেমন,
স্থানীয় ব্যাংকের সুদের হার, দেশের অর্থনৈতিক ভিত ও রাজনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি পরিবর্তন
হলে সে দেশের মুদ্রার মান বা অন্য দেশের মুদ্রার সাথে সে দেশের মুদ্রার বিনিময় মূল্য
পরিবর্তিত হয় বা উঠানামা করে অথবা বাড়ে বা কমে। এই উঠানামাকে কাজে লাগিয়ে Currency
Pair বেচা-কেনা করাই Forex Trading।
No comments:
Post a Comment