Forex এর শাব্দিক অর্থ বৈদেশিক
মুদ্রা বিনিময়, Forex Trading হল বিভিন্ন দেশের মুদ্রা বেচাকেনা। বিভিন্ন করনে যেমন,
স্থানীয় ব্যাংকের সুদের হার, দেশের অর্থনৈতিক ভিত ও রাজনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি পরিবর্তন
হলে সে দেশের মুদ্রার মান বা অন্য দেশের মুদ্রার সাথে সে দেশের মুদ্রার বিনিময় মূল্য
পরিবর্তিত হয় বা উঠানামা করে অথবা বাড়ে বা কমে। এই উঠানামাকে কাজে লাগিয়ে Currency
Pair বেচা-কেনা করাই Forex Trading।
Forex Trading এবং শেয়ার
ব্যাবসার মিল হল, শেয়ার ব্যবসায়ী যখন মনে করে কোন কোম্পানীর শেয়ারের দাম বাড়বে সে শেয়ার
কিনে আর কমবে মনে করলে বিক্রি করে দেয়। তেমনি Forex Trader মুদ্রা জোড়া /Currency
Pair এর দাম বাড়বে মনে করলে / Buy order এবং কমবে মনে করলে/Sell order করে। Forex
Trading এর বাড়তি সুবিধা হল শেয়ার মার্কেটের তুলনায় Forex মার্কেট আনেক গুন বড়, যার কারণে কোন ব্যাক্তি বা
প্রতিষ্ঠান দুর্নীতি করে Rate নিজের নিয়ন্ত্রন নেওয় সম্ভব না। Forex মার্কেটে Rate
সব সময় সাধারনভাবে উঠানামা করে এবং Trader রা তাদের ইচ্ছা মতো buy/sell order করতে
পারে। এবং যখন খুশি তখন তার লাভ বন্ধ করতে পারে। Forex মার্কেট বিশ্বের সবচেয়ে বড় মুদ্রা
বাজার যেখানে দৈনিক ৬ ট্রিলিয়ন ডলার এর লেনদেন হয়। বিশ্বের বড় বড় বাণিজ্যিক ও কেন্দ্রিয়
ব্যাংকগুলো যেমন: JP Morgan Chase, Bank of America, Barclays, UBS, Morgan
Stanly, Citibank, Credit Suisse, Deutch Bank, Goldman Sachs, West pac, The
Royel Bank of Scotland, Federal Reserve Bank, Bank of England, Bank of Japa,
European Central Bank, ইত্যাদি Forex মার্কেটের মূল উদ্যোক্তা। এছাড়াও রয়েছে কোটি
কোটি ক্রেতা-বিক্রেতা যারা বিশ্বব্যাপি সপ্তাহে ৫দিন দৈনিক ২৪ ঘন্টা লেনদেনে ব্যাস্ত
থাকে। বিশ্বের অর্থনীতির প্রাণকেন্দ্র New York,, London, Zurich, Frankfort,
Tokyo, Hongkong, Singapore সব জায়গায় Forex Trading হয় যার জন্য এ মার্কেট ২৪ ঘন্টা
খোলা থাকে। দিনে দিনে Forex মার্কেট অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। ইন্টারনেটের ব্যাপক
প্রসারের কারণে অনায়াসে উন্নত বিশ্ব হতে Licence প্রাপ্ত যে কোন অনলাইন Forex ব্রোকারে
অমনিবাস একাউন্ট (BO) খুলে সহজে মুদ্রা কেনা-বেচা কর যায় এটি কটি স্বাধীন ব্যবসা।
Laptop বা Smart Phone ও সামান্য কিছু পুজি থাকলেই এই ব্যবসা শুরু করা যায়। তার সাথে
শুধু যথোপযুক্ত ট্রেনিং প্রয়োজন। যে সব Instument, Forex মার্কেটে ট্রেডিং হয় তার কিছু
সংখ্যক তালিকায় উল্লেখ করা হল।
currency pair
GBPUSD EURUSD USDJPY USDCHF UCDCAD AUDNZD AUDUSD NZDJPY
GOLD SILVER ETC. THANK YOU